ভাষণ আর পোস্টারে দেশ ছেয়ে গেছে এই কথা দিয়ে যে, হাসিনা আর দীপু মনি ১ লক্ষ বর্গকিলোমিটারের বেশী সমুদ্র এলাকা জয় করে ফেলেছে। তারা দেশের আয়তন প্রায় দ্বিগুণ করে ফেলেছে।
ফাঁকিবাজিটা স্থূল হলেও বিএনপি পর্যন্ত প্রথমে সেটা ধরতে পারেনি। সম্ভবত এই কারণে যে, সিদ্ধান্তটি এসেছে জাতিসংঘ নামের সাম্রাজ্যবাদী মুরব্বীদের থেকে, তাদের ভূ-রাজনৈতিক স্বার্থের হিসেব থেকে, যারা একইভাবে বিএনপি’রও প্রভু।
হাসিনা সরকারের প্রচারে মনে হচ্ছে যেন, বাংলাদেশের কোন সমুদ্র এলাকাই আগে ছিল না। বাস্তবে রায়টা সমুদ্র জয় নিয়ে নয় সমুদ্র আগেই বাংলাদেশের ছিল, সমুদ্রপাড়ের সব দেশেরই থাকে, সেটা ১ লক্ষ বর্গকিলোমিটারের উপরেই ছিল। কিন্তু বার্মা আর ভারতের সাথে সমুদ্র-সীমান্ত নিয়ে একটা ঝগড়া ছিল। জাতিসংঘ বার্মারটা মিটিয়ে দিয়েছে। শুভংকরের ফাঁকিটা হলো, মিমাংসায় বাংলাদেশের দাবিকৃত সব এলাকা সে পায়নি। বরং বার্মারই জিত হয়েছে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপটিকে পর্যন্ত বাংলাদেশের মূল ভূখন্ডের অংশ না করে সমুদ্র এলাকায় ফেলা হয়েছে। এতেও বাংলাদেশ পরাজিত হয়েছে।
তদুপরি এই সমুদ্র এলাকা বহু আগেই এরশাদ-খালেদা-হাসিনা মিলে সাম্রাজ্যবাদীদের ভোগ-দখলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। এসবই হলো সাম্রাজ্যবাদের স্বার্থে, কোনটাই দেশের স্বার্থে নয়।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None