নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় কমিটি
নয়াগণতান্ত্রিক গণমোর্চা
জাতীয় কমিটি
মোবাইলঃ- ০১৯১৫২২১৯৮০
তারিখঃ- ০৯/০২/১৩ ইং
প্রেস বিজ্ঞপ্তি
“যুদ্ধাপরাধী বিচারের সাথে বিশ্বাসঘাতকতাকারী শাসক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন বেগবান করুন। যুদ্ধাপরাধী সহ সকল মানবতাবিরোধীদের বিচার নিশ্চিত করুন।” এই বক্তব্য সম্বলিত প্রচারপত্রে ২য় পৃষ্ঠায় আওয়াজ তুলুনের শেষ স্লোগানে মুদ্রনজনিত ভুল বশতঃ “রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবীতে সোচ্চার হোন”, এই স্লোগানে “দাবীর” পরিবর্তে “বিরুদ্ধে” শব্দ ব্যবহারের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
আপনারা জানেন নয়গণতান্ত্রিক গণমোর্চা ২০০৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এদেশের শ্রমিক-কৃষক-মধ্যবিত্ত দেশপ্রেমিক জনগণের সমাজতন্ত্রের লক্ষ্যে একটি নয়াগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তুলতে কাজ করে চলেছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার জনগণের ন্যায্য সংগ্রামে সবসময় জোরালো ভূমিকা রেখে আসছে। একই সাথে সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের এদেশীয় দালাল শাসক শ্রেণীর দেশ ও গণবিরোধী কর্মসূচীর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছে।
সুতরাং আদর্শগত কারণেই আমরা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। ফলে “রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার বিরুদ্ধে সোচ্চার হোন”-এই ধরনের স্লোগান দেওয়ার প্রশ্নই আসেনা। এটা নিছক মুদ্রনজনিত ভুল। এর জন্য আমরা গভীরভাবে মর্মাহত।
তাই নয়াগণতান্ত্রিক গণমোর্চার সকল বন্ধু শুভানুধ্যায়ী ও শাহবাগ স্কোয়ারের জনগণসহ সাধারণ জনগণকে প্রচার পত্রে মুদ্রনজনিত ভুলে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। পরবর্তীতে এ ধরনের ভুল না হওয়ার জন্য আমরা সতর্ক থাকব।
বার্তা প্রেরকঃ
প্রচার ও প্রকাশনা সম্পাদক
তৌহিদুল ইসলাম
ধন্যবাদান্তে
সভাপতি
জাফর হোসেন
নয়াগণতান্ত্রিক গণমোর্চা