‘গণঅধিকার সংগ্রাম কমিটি’ গঠিত

গত ২৭ আগষ্ট, ২০১৩-এ ১১টি রাজনৈতিক ও প্রগতিশীল, সাংস্কৃতিক সংগঠন বা গ্রুপ-এর জোট ‘গণঅধিকার সংগ্রাম কমিটি’ নামে আত্মপ্রকাশ করেছে। তারা সাম্রাজ্যবাদ বিরোধী ও চলমান ব্যবস্থা বিরোধী সংগ্রাম চালানোর ঘোষণা দিয়েছে। এই কমিটি চলমান কতগুলো রাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলন-সংগ্রাম করার লক্ষে গঠিত। এই কমিটি যে সব রাজনৈতিক ইস্যু ও মানদন্ডের ভিত্তিতে গঠিত হয়েছে তাকে আমরা ইতিবাচক মনে করি। সাম্রাজ্যবাদ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক মোর্চাসমূহের সাথে ঐক্যবদ্ধ বা যুগপৎ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলনের ঐক্যকে সম্প্রসারিত ও শক্তিশালী করার যে আশাবাদ তারা ব্যক্ত করেছে আমরা তাকেও স্বাগত জানাই। আমরা আরো আশাকরি এই জোট তার সংগঠনের স্বতন্ত্রতা বজায় রেখেই আমাদের সংগঠন এবং আমাদেরসহ গঠিত চার প্রগতিশীল সংগঠনের রাজনৈতিক জোটের সাথে রাজনৈতিক ইস্যুর ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম পরিচালনা করে সাম্রাজ্যবাদ ও শাসকশ্রেণী বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবেন।

About andolonpotrika

আন্দোলন বুলেটিনটি হলো বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের একটি অনিয়মিত মুখপত্র
This entry was posted in আন্দোলন 15, সংগঠন সংবাদ. Bookmark the permalink.

Leave a comment