গত ২৪ এপ্রিল সাভারে ভবন ধ্বসে সহস্রাধিক শ্রমিক হত্যা ও কয়েক হাজার শ্রমিকের আহত হওয়ার প্রতিবাদে ২৫ এপ্রিল নয়া গণতান্ত্রিক গনমোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গনতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট এই চারটি সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় প্রেসকাবের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন চার সংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগণ সাভার হত্যার জন্য দায়ী গার্মেন্ট মালিক, ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানা এবং তার গডফাদার সংসদ সদস্য মুরাদ জং, ভবন অনুমোদনকারী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবী করেন। বক্তাগণ স্বরাষ্ট্রমন্ত্রির পদত্যাগ ও শাস্তির দাবী জানান। নিহত ও নিখোঁজদের উপযুক্ত তিপূরণ এবং আহতদের সুচিকিসা ও ক্ষতিপূরণের দাবী জানান।
এ উপলক্ষে উক্ত চার সংগঠনের পক্ষ থেকে ৩ মে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। নয়া গণতান্ত্রিক গণমোর্চা’র দুটি শাখা কামরাঙ্গির চর ও মোহম্মদপুরে পথসভা ও মিছিল করা হয়। এতে চার সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও মিছিলে নেতৃত্ব দেন। এছাড় টঙ্গী শিল্প এলাকাসহ কয়েকটি এলাকায় মিছিল করা হয়। এ উপলক্ষে নয়া গণতান্ত্রিক গণমোর্চা, বিপ্লবী শ্রমিক আন্দোলন ও গার্মেন্টস শ্রমিক আন্দোলন যৌথভাবে একটি প্রচারপত্র প্রকাশ ও প্রচার করে। এ ছাড়া সাভার হত্যাকান্ডের পর পরই গার্মেন্ট শ্রমিক আন্দোলন একাধিক প্রচারপত্র প্রকাশ ও প্রচার করে।
গত ২৫ এপ্রিল সাভার শ্রমিক হত্যার প্রতিবাদে সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None