শ্রমিক, কৃষক, দরিদ্র ও সাধারণ মধ্যবিত্ত মানুষসহ সকল বিবেকবান মানুষের প্রতি আহ্বান

শাসক বুর্জোয়া শ্রেণী ও তাদের প্রভু সাম্রাজ্যবাদ,
সকল বুর্জোয়া রাজনৈতিক দল, বুর্জোয়া দলীয় গডফাদার,
গণবিরোধী আমলাতন্ত্র ও রাষ্ট্রযন্ত্র,
বিশেষত হাসিনার আওয়ামী গণবিরোধী সরকার,
তথা শ্রমিক-নিপীড়ক চলমান অর্থনৈতিক, রাজনৈতিক ও
সামাজিক ব্যবস্থাই সাভার হত্যাকান্ডের জন্য দায়ী।

৩ মে সারা দেশে বিক্ষোভ
পালন করুন !

× সাভার হত্যাকান্ডের প্রতিবাদে;
× হত্যাকান্ডের জন্য দায়ী সরকার-দলীয় গডফাদার, গার্মেন্ট মালিক, দুর্নীতিপরায়ণ আমলাদের কঠোর শাস্তির দাবীতে;
× নিহত-আহতদের ন্যায্য ক্ষতিপূরণের দাবীতে;
× হত্যাকারী গডফাদারদের রাকারী স্বরাষ্ট্রমন্ত্রী ও এমপি’র পদত্যাগ, গ্রেফতার ও শাস্তির দাবীতে।

আওয়াজ তুলুন-
× অবিলম্বে নিহত, আহত ও নিখোঁজদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে।
× নিহত ও নিখোঁজদের ১০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা খরচ দিতে হবে।
× পঙ্গুদের স্থায়ী পনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বেকার শ্রমিকদের চাকুরীর ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার ভাতা দিতে হবে এবং চাকুরীর ব্যবস্থা করতে হবে।
× ভবন মালিক, গার্মেন্টস মালিক, ভবন নির্মাণ অনুমোদনকারী কর্তৃপক্ষ, রাজউক, এবং স্বরাষ্ট্রমন্ত্রি ও এমপি মুরাদ জং-এর পদত্যাগ, গ্রেপ্তার, কঠোর শাস্তির ব্যবস্থা ও দায়ীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
× সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের সম্পদ থেকে এবং বিজিএমইএ ও বিকেএমইএ থেকে সমস্ত তিপূরণ আদায় করতে হবে।
× সাভারে নিহত সমস্ত শ্রমিকদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরী করতে হবে।
× প্রগতিশীল বুদ্ধিজীবী, শিক্ষক, প্রকৌশলী, বিশেষজ্ঞদের দ্বারা গঠিত তদন্ত কমিটি করে ভবন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
× ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ বাতিল করতে হবে।

সাম্রাজ্যবাদ ও দালাল বুর্জোয়াদের শাসন উচ্ছেদ করে শ্রমিক-কৃষক-দরিদ্র ও সাধারণ মধ্যবিত্তের রাষ্ট্রমতা প্রতিষ্ঠা করুন।

সাম্রাজ্যবাদ নিপাত যাক !
ভারতীয় সম্প্রসারণবাদ নিপাত যাক!
সাম্রাজ্যবাদ-ভারতের দালাল আমলা-মুৎসুদ্দী বুর্জোয়া শ্রেণী নিপাত যাক!

নয়া গণতান্ত্রিক গণমোর্চা
বিপ্লবী শ্রমিক আন্দোলন
গার্মেন্টস শ্রমিক আন্দোলন।

মোবাইলঃ ০১৯১৫২২১৯৮০ ৩০ এপ্রিল, ২০১৩

About andolonpotrika

আন্দোলন বুলেটিনটি হলো বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের একটি অনিয়মিত মুখপত্র
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s