বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, ল্যাম্পপোষ্ট, ছাত্র গণমঞ্চ, প্রপদ, গণমুক্তির গানের দল, মার্কসবাদের প্রথম পাঠ এবং দাবানল এই সংগঠনগুলোর যৌথ উদ্যোগে গত ২৪ মে ‘১৩ দুপুর ১২টায় সাভারে ভবন ধ্বসে নিহত সহস্রাধিক শ্রমিকদের স্মরণে রানা প্লাজার ধ্বংস্তুপে প্রতিকী স্মৃতিস্তম্ভ নির্মাণ করে ও পুষ্পস্তবক অর্পণ করে এবং রানা প্লাজার ধ্বংসস্তুপের সামনের রাস্তায় বিক্ষোভ মিছিল করে। স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবীসহ অন্যান্য দাবীতে একটি প্রচারপত্র প্রকাশ ও প্রচার করা হয়।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None