আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, গত ১৬ মার্চ,‘১৩-এ নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের ওপেন হার্ট সার্জারি অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠছেন। শীঘ্রই তিনি স্বাভাবিক কাজ-কর্ম শুরু করতে পারবেন বলে আশা করা হচ্ছে। যদিও অপারেশন পরবর্তী কিছু জটিলতা দেখা দেয়াতে তার সুস্থ হয়ে উঠার েেত্র স্বাভাবিক সময়ের চেয়ে বেশী সময় লেগেছে। এখনও কিছু সময়ব্যাপী সতর্কতার সাথে ও নিয়ন্ত্রিতভাবে কাজ-কর্ম করতে হবে বলে ডাক্তাররা জানিয়েছেন।
জাফর হোসেনের এই ব্যয়বহুল চিকিৎসার অর্থসংকুলান করার সামর্থ ব্যক্তিগতভাবে তার বা আমাদের সংগঠনের ছিল না। এ কারণে সংগঠনের সমর্থক-শুভানুধ্যায়ীদের নিকট অর্থসাহায্যের আহ্বান জানানো হয়, যাতে ব্যাপক সাড়া মেলে। ৫০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত সাহায্য কমরেড ও বন্ধুগণ করেন। অনেকে আর্থিক ছাড়াও অন্যান্য বিবিধ সহায়তা করেন। এর ফলেই জাফর হোসেনের জীবন বাঁচানো সম্ভব হয়েছে।
এই সহায়তার জন্য সংগঠনের নেতা-কর্মী, সহানুভূতিশীল, সমর্থক ও বন্ধুরাসহ জাফর হোসেনের পরিবারবর্গের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা তাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
চিকিৎসার সম্পূর্ণ খরচই প্রাপ্ত অর্থ-সাহায্যের দ্বারা সংকুলান করা সম্ভব হয়েছে। উপরন্তু মূল চিকিৎসা পরবর্তী অন্যান্য ফলো-আপ চিকিৎসা এবং আনুসঙ্গিক খরচও এর দ্বারা পূরণ করা যাবে বলে আমরা আশা করছি, যদিনা অন্য কোন বিশেষ জটিলতা সৃষ্টি হয়।
জাফর হোসেনকে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে এবং পূর্ণভাবে পুনরায় বিপ্লবী রাজনৈতিক কাজে নিয়োজিত হতে কমরেডগণ ও বন্ধুগণ তাদের বিবিধ সহায়তা অব্যাহত রাখবেন বলে আমরা আশাকরি।
ভবিষ্যতেও তারা বিপ্লবী ও বিপ্লবী সংগঠনের বিবিধ সংকটে সর্বদা আমাদের পাশে থাকবেন বলে আমরা আশাকরি।
তৌহিদুল ইসলাম,
প্রকাশনা ও প্রচার সম্পাদক,
নয়া গণতান্ত্রিক গণমোর্চা