কৃষক মুক্তি সংগ্রাম হাওড় আঞ্চলিক শাখা, নাসিরনগর।
“মে দিবস উদযাপন”
তাং: ০২/০৫/২০১৩ খ্রি: প্রেস বিজ্ঞপ্তি
“শ্রমিক শ্রেণির নেতৃত্বে দেশে চলমান শোষণ, নিপীড়ন, গণহত্যা ও ধর্মীয় মৌলবাদ প্রতিরোধ করে সমাজতন্ত্রমুখীন নয়াগণতান্ত্রিক বিপ্লবকে এগিয়ে নিন।
গত ১ মে ’১৩ কৃষক মু্িক্ত সংগ্রাম হাওড় আঞ্চলিক শাখা, নাসিরনগরের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য, বর্তমান দেশীয়-আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং উদ্ভূত বাস্তবতায় শ্রমিক-কৃষকের করণীয়’র উপর বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া হাওড় অঞ্চলে বিরাজমান ইজারাদারী, মহাজনী শোষণ, এনজিওদের নব্য মহাজনী শোষণ, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ন্যায্যমূল্যে ধান না বিক্রি, সার-তেল-বীজ-কীটনাশকের দাম না কমানো, হাওড় এলাকা ধ্বংসকারী টিপাইমুখ বাঁধ নির্মাণসহ সকল গণবিরোধী কার্যক্রম প্রতিরোধের লক্ষে গ্রামাঞ্চলে কৃষকের গণক্ষমতা প্রতিষ্ঠার দূঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি কৃষি ও কৃষক জনগণের শত্রু মার্কিন সাম্রাজ্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদের দালাল এদেশীয় শাসক-শোষক শ্রেণিকে উচ্ছেদ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে শ্রমিক-কৃষক-মধ্যবিত্তের নয়াগণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্টার লড়াইকে এগিয়ে নেওয়ার আহবান জানানো হয়। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহ-আহবায়ক আনোয়ার হোসেন-এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ট্রেড ইউনিয়ন নেতৃত্ব সৈয়দ সালাউদ্দিন আহমদ মুকুল, নয়াগণতান্ত্রিক গণমোর্চার প্রতিনিধি শিমুল রহমান, স্থানীয় ছাত্র, যুব ও কৃষক প্রতিনিধি বৃন্দ।
বার্তা প্রেরকঃ
শিমুল রহমান
সংগঠক, নাসিরনগর শাখা।