বিপ্লবী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর কমিটির সদস্য ও মিরপুর শাখার আহ্বায়ক কমরেড শওকত গত ২৮ অক্টোবর উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেছেন। আমৃত্যু বিপ্লবী এ কমরেডের বয়স হয়েছিল আনুমানিক ৪৮-৫০ বছর। পেশায় তিনি ছিলেন একজন ‘সিএনজি’ চালক। ৯০-দশকের মাঝামাঝি তিনি বিপ্লবী শ্রমিক আন্দোলনে যুক্ত হন।
আমরা কমরেড শওকতের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদন।
গত ২৩ নভেম্বর, ’১২ মিরপুর ১৪ নম্বর ভাসানটেকে মিশুক শ্রমিক ইউনিয়ন অফিসে কমরেড শওকতের স্মরণে বিপ্লবী শ্রমিক আন্দোলন এক স্মরণ সভার আয়োজন করে। উক্ত সভায় বিপ্লবী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং মিশুক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্মরণ সভায় তার স্ত্রীসহ পরিবারের লোকজন এবং মিশুক শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None