বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পিডিবি অভিমুখে যাত্রা

দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ১৮ অক্টোবর ৪ সংগঠনের জোট যৌথভাবে রাজধানী ঢাকার প্রেসক্লাব সম্মুখে বিক্ষোভ সমাবেশ করে। এবং সমাবেশ শেষে পিডিবি অফিস অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করে। সমাবেশে বক্তারা বলেনÑ আওয়ামী জোট শাসনামলে এবার দিয়ে মোট ৬ বার সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘটিয়ে সার্বিকভাবে জনগণের জীবনযাত্রার ব্যয়ও দফায় দফায় বাড়িয়ে দিয়েছে। যা জনগণের আয়ের সাথে সামঞ্জস্য নয়। সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফ-এর প্রেসক্রিপশনে ধারাবাহিকভাবে বিদ্যুৎ খাতকে বেসরকারীকরণের অংশ হিসেবেই সরকার এ পদক্ষেপ নিয়েছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির কথা বলে রেণ্টাল-কুইক রেণ্টালের নামে মহাজোট সরকার এবং তাদের দলীয় লোকজন অবাধে লুটপাট করছে। আর এ লুটপাটের ব্যয়ভার বহন করতে হচ্ছে জনগণের। পাশাপাশি পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে পারমাণবিক ও তাপ ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির গণবিরোধী তৎপরতার বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পিডিবি অফিস অভিমুখে প্রেসক্লাব থেকে পল্টন হয়ে দৈনিক বাংলার মোড় পার হলে পুলিশ সেখানে বাধা সৃষ্টি করে। পুলিশের বাধার কারণে পরবর্তীতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পল্টনে এসে শেষ হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। উপস্থিত ছিলেন গণফ্রন্টের টিপু বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের মাসুদ খান ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার জাফর হোসেন।

About andolonpotrika

আন্দোলন বুলেটিনটি হলো বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের একটি অনিয়মিত মুখপত্র
This entry was posted in সংগঠন সংবাদ. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s