গত ২৪ নভেম্বর, ’১২ ঢাকার সাভারে তাজরীন ফ্যাশন গার্মেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক গার্মেন্ট শ্রমিক এবং একই দিনে চট্টগ্রামে ফ্লাইওভার ব্রীজ ধ্বসে ১৫ জন পথচারী নিহত হয়েছেন। উক্ত দুটো ঘটনায় শত শত শ্রমিক আহত হন।
এ উপলক্ষে গত ২৬ নভেম্বর চার সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের মাসুদ খান। বক্তব্য রাখেন চার সংগঠনের নেতৃবৃন্দ। বক্তাগণ গার্মেন্টস মালিক, শাসক শ্রেণী, রাষ্ট্র ও সরকারের মুখোশ উন্মোচন করে বক্তব্য রাখেন। তারা শ্রমিক ও জনগণের প্রতি আহ্বান জানান আমাদের বল প্রয়োগের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। সমাবেশে অবিলম্বে তাজরীন ফ্যাশনের মালিকের গ্রেফতার ও শাস্তি, আহত শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা, মৃত শ্রমিকদের ন্যায্য ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। ফ্লাইওভার ব্রীজ ধ্বসে আহত ব্যক্তিদের চিকিৎসার এবং নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল করা হয়।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None