গত ১৯ নভেম্বর, ’১২ ছিল নয়াগণতান্ত্রিক গণমোর্চার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক এবং বিপ্লবী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা সভাপতি কমরেড শিবলী কাইয়ুমের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, জাতীয় গণফ্রন্ট ও নয়াগণতান্ত্রিক গণমোর্চা যৌথভাবে রাজধানীর পুরানা পল্টন মুক্তি ভবনের প্রগতি সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন চার সংগঠনের সমন্বয়ক জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চেরআহ্বায়ক মাসুদ খান। পরিচালনা করেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বিপ্লবী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক তৌহিদুল ইসলাম। আলোচনা করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা আবু তাহের, যুব ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এবং শিবলী কাইয়ুমের অগ্রজ মহম্মদ হান্নান। পারিবারিক অন্যান্য সদস্য ছাড়াও প্রগতিশীল, গণতান্ত্রিক বুদ্ধিজীবী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে শিবলী কাইয়ুমসহ দেশে-বিদেশে গণতান্ত্রিক বিপ্লবী সংগ্রামে প্রয়াত ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এবং শিবলী কাইয়ুমের গৌরবময় রাজনৈতিক কর্মজীবন সংক্ষিপ্তাকারে পাঠ করা হয়। আলোচকগণ কমরেড শিবলী কাইয়ুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও সংগ্রাম সম্পর্কে আলোচনা করেন।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None