৫ অক্টোবর, ’১২ “কৃষক মুক্তি সংগ্রাম” হাওর আঞ্চলিক শাখার উদ্যোগে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় একদিন ব্যাপী রাজনৈতিক শিক্ষা শিবির পরিচালিত হয়। ইটনা ও খালিয়াজুড়ি উপজেলা থেকে “কৃষক মুক্তি সংগ্রাম”-এর ২৫ জন প্রার্থী কর্মী উৎসাহ-উদ্দীপনা নিয়ে উক্ত শিক্ষা শিবিরে অংশ গ্রহণ করেন। পরিচালনা করেন “কৃষক মুক্তি সংগ্রাম” জাতীয় কমিটির সহ-সভাপতি মোস্তাক আহমেদ মনি, নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় সদস্য শিমুল ভট্টাচার্য, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জাতীয় আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন।
বিপ্লবী রাজনীতি, তা বিকশিত হওয়ার নিয়ম-পদ্ধতি, আন্তর্জাতিক ও দেশীয় কৃষি এবং কৃষক পরিস্থিতি, সংগঠন-সংগ্রাম ইত্যাদি বিষয়াবলী প্রধান করে আলোচ্যসূচি নির্ধারণ করা হয়। অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে বিকাল ৫টায় শিক্ষা শিবিরের সমাপ্তি ঘটে।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None