আদিবাসী মুক্তি মোর্চার উত্তরাঞ্চল প্রতিনিধি সম্মেলন

১৭ ফেব্রুয়ারী শুক্রবার ২০১২, আদিবাসী মুক্তি মোর্চার প্রথম প্রতিনিধি সম্মেলন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আদিবাসী পল্লীতে অনুষ্ঠিত হয়েছে। উত্তর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে ৬০ জনের অধিক নারী-পুরুষ প্রতিনিধি ও পর্যবেক্ষক সম্মেলনে উপস্থিত ছিলেন। এই প্রতিনিধি সম্মেলনে নয়াগণতান্ত্রিক গণমোর্চার রাজশাহীর সংগঠক শামীম পারভেজ এবং দিনাজপুরের সংগঠক খোকন আনসারী অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। সম্মেলন নরেশ পাহানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট উত্তরাঞ্চলীয় কমিটি গঠন করেছে। নতুন কমিটি আদিবাসী মুক্তিমোর্চাকে সমগ্র উত্তরাঞ্চলসহ সারাদেশে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার করে। সদস্যদের সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়।

About andolonpotrika

আন্দোলন বুলেটিনটি হলো বিপ্লবী শ্রমিক আন্দোলন ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের একটি অনিয়মিত মুখপত্র
This entry was posted in সংগঠন সংবাদ. Bookmark the permalink.

Leave a comment