বৃহত্তর সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোণা, বি বাড়িয়ার বিশাল অঞ্চল হাওর অধ্যুষিত, যা হাওর অঞ্চল নামে পরিচিত। এ অঞ্চলের কিশোরগঞ্জ জেলার ইটনায় গত ৯ মার্চ কৃষক মুক্তি সংগ্রামের আঞ্চলিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভার উদ্বোধন ও সভাপতিত্ব করেন কৃষক মুক্তি সংগ্রামের জাতীয় কমিটর সহ-সভাপতি মোস্তাক আহমেদ মনি। প্রতিনিধি সভা আজিজুল হক খোকনকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করে।
সভায় কৃষক মুক্তি সংগ্রামের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ বক্তব্য রাখেন। দেশীয় রাজনৈতিক পরিস্থিতি বিশেষত হাওর অঞ্চলের কৃষক ও জেলেদের সমস্যা এবং সাম্রাজ্যবাদ-ভারতীয় সম্প্রসারণবাদ, দেশীয় শাসক শ্রেণী ও স্থানীয় জোতদারী ইজারাদারী শোষণ, তাদের সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি সমস্যা নিয়ে বক্তারা আলোচনা করেন এবং শত্রু শ্রেণীর বিরুদ্ধে বিপ্লবী সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None