নয়া গণতান্ত্রিক গণমোর্চার বিভিন্ন সংগঠন এককভাবে এবং বন্ধু সংগঠনগুলোর সাথে যুক্তভাবে গত ১৪ ফেব্রুয়ারী ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’, ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’, ২০ মার্চ ‘সাম্রাজ্যবাদ বিরোধী দিবস’ পালন করে। এছাড়া ২৪ জানুয়ারী ৪-সংগঠনের জোটের পক্ষ থেকে চলতি বিবিধ সমস্যার উপর একটি যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ঢাকার প্রেসক্লাবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ কৃষক মুক্তি সংগ্রামের উদ্যোগে গত ২৫ মার্চ কৃষকদের চলতি সমস্যাবলীর উপর একটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই সব কর্মসূচি উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল, পথসভা, জনসভা, লিফলেট প্রকাশ ইত্যাদি কর্মসূচিগুলো পালন করা হয়।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None