** ২ জানুয়ারী মাওবাদী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদারের ৩৬ তম মৃত্যুবার্ষিকীতে “জাতীয় শহীদ দিবস” উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় ও কেন্দ্রীয়ভাবে ঢাকায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়। “শহীদ বিপ্লবী স্মৃতি সংসদ” ও “নয়া গণতান্ত্রিক গণমোর্চা”-র পক্ষ থেকে পোস্টার ও লিফলেট প্রকাশ করা হয়। প্রভাত ফেরী, সমাধিতে পুস্পমাল্য অর্পণ ও বিকেলে পল্টনে সমাবেশ অনুষ্ঠিত হয়। তমিজউদ্দিনের পরিচালনায় উক্ত সমাবেশে ভাষণ দেন গণমোর্চার আহ্বায়ক শিবলী কাইয়ুম, জাতীয় কমিটির সদস্য খোকন আনসারী, জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা ফয়জুল হাকিম লালা, গণফ্রন্টের নেতা টিপু বিশ্বাস, এনডিএফ নেতা আশিকুল আলম, গণমঞ্চের নেতা মাসুদ খান, শ্রমিক নেতা জব্বার প্রমুখ।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে ৭ জানুয়ারী ময়মনসিংহে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ীতে ৫ জানুয়ারী ও ১০ জানুয়ারী বিপ্লবী শ্রমিক আন্দোলনের ঢাকা মহানগর শাখা কামরাঙ্গীর চরে আলোচনা সভা ও মিছিলের আয়োজন করে। চট্টগ্রাম শাখা নগরীর নিউমার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিং-এর সামনে বিক্ষোভ সমাবেশ ও পরে মিছিল করে। কুমিল্লার চান্দিনায় কৃষক মুক্তি সংগ্রাম আলোচনা সভার আয়োজন করে।
** ৮ মার্চ, ১১ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ১১ মার্চ ঢাকার মোহম্মদপুর শাখা এক আলোচনা সভার আয়োজন করে। বিপ্লবী নারী মুক্তি একটি লিফলেট প্রকাশ করে এবং নারী দিবসের বিভিন্ন সভায় বিতরণ করে।
** ১৭ নভেম্বর,’১০ মজলুম জননেতা মওলানা ভাসানীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর শাখার উদ্যোগে পথ সভার আয়োজন করা হয়। এতে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, গার্মেন্টস শ্রমিক আন্দোলন, বিপ্লবী নারী মুক্তির নেতা-কর্মীগণ বক্তব্য রাখেন।