“সরকারের ফ্যাসিবাদী শাসন এবং মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতের তাবেদারী রুখে দাঁড়াও”এই শ্লোগানকে সামনে রেখে ৬ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় ঢাকার মুক্তাঙ্গনে নয়া গণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল ও জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ’র যৌথ উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জনাব বদরুদ্দিন উমরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার আহবায়ক শিবলী কাইয়ুম, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা এবং জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের মাসুদ খান। বক্তারা সরকারের নানাবিধ ফ্যাসিবাদী আচরণ বিশেষত শ্রমিক নির্যাতন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত বেতন ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রদের উপর পুলিশী নির্যাতন/বর্বর নিপীড়ন, পাহাড়ী জাতিসত্ত্বার উপর সেনা-পুলিশের বর্বর দমন পীড়ন এবং অব্যাহতভাবে ক্রসফায়ার, গুম, গুপ্তহত্যার তীব্র নিন্দা জানান। সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ-গ্যাস-পানি সংকটের মোকাবেলায় সরকারের ব্যর্থতার কথাও তারা প্রকাশ করেন। এছাড়াও সরকারের সাথে মার্কিন-ভারতের বিভিন্ন অসম চুক্তি যেমন টিফা, ট্রানজিট, করিডোর, সমুদ্র বন্দর ব্যবহারসহ ভারতের অভ্যন্তরে টিপাইমুখ বাঁধ নির্মাণ ও বাংলাদেশের অভ্যন্তরে মার্কিনের সামরিক ঘাঁটি স্থাপনের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা সাম্রাজ্যবাদ ও ভারতের তাবেদার শাসকগোষ্ঠীর এ সরকারের শাসন-শোষণ উচ্ছেদ করে শ্রমিক-কৃষক-নিপীড়িত জাতি ও জনগণের গণতান্ত্রিক সংবিধান-সরকার-রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই সমাবেশের পূর্বে বিভাগীয় শহরগুলোতে ও ঢাকার ৭টি স্থানে পথ সভার আয়োজন করা হয়।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None