৩০ জুন ১৫৫তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষ্যে ‘আদিবাসী মুক্তিমোর্চা’র বৃহত্তর রাজশাহী জেলা শাখার উদ্যোগে নওগাঁ জেলার এক আদিবাসী স্কুলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ৭ জুন বিকালে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণ করেন নাটোর, গোদাগাড়ী, নিয়ামতপুর ও মহাদেবপুরের সংগঠকগণ। সভাপতিত্ব করেন সুখেন পাহান, পরিচালনা করেন নরেশ পাহান এবং বক্তব্য রাখেন নয়া গণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় সদস্য কমরেড শামীম পারভেজ এবং আদিবাসী মুক্তিমোর্চার দুলাল উপ্য, বাবলু পাহান ও অনিতা উরাও। সভাশেষে সাঁওতাল বিদ্রোহের এবং আদিবাসীদের জীবনধর্মী গণসঙ্গিত সমবেত কন্ঠে গাওয়া হয়। সভায় বক্তাগণ আদিবাসীদের সমস্যা, সংগ্রামের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরেন। ভারতের লালগড়ে আদিবাসী দমন অপারেশন গ্রীন হান্ট বন্ধ এবং সমতলে আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ, জাতিগত নিপীড়ন বন্ধের লক্ষ্যে আদিবাসী মুক্তি মোর্চায় যোগদানের আহ্বান জানান। একইসাথে পাহাড়ী আদিবাসী এলাকা থেকে সেনাক্যাম্প প্রত্যাহার, সরকার পাতানো পাহাড়ী-বাঙালী সেটলারদের সংঘর্ষ বন্ধের লক্ষ্যে সংগঠন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।
১৭ নভেম্বর ভাসানী দিবস এবং ২ জানুয়ারী জাতীয় শহীদ দিবস পালন করুন!
(আন্দোলন বুলেটিন পুনঃপ্রকাশ নং ৭, এই সংখ্যাটি প্রকাশিত হয়েছিল নভেম্বর, ২০১০-এ)