ইন্টারনেট থেকে জানা যায়, ২৮ নভেম্বর, ২০০৮ মাওসতেুঙের চীনে একটি গোপন মাওবাদী পার্টি গঠিত হয়েছে। এই নতুন পার্টির নাম হচ্ছে চীনের মাওবাদী কমিউনিস্ট পার্টি। খবরে প্রকাশ, এই নবগঠিত পার্টি ২৬ ডিসেম্বর, ২০০৮ মাওয়ের জন্মবার্ষিকীতে “চীনের জনগণের প্রতি” শিরোনামে একটি লিফলেট প্রচার করেছে। চীনের রাজধানী বেজিং-সাংহাইসহ অনেক বড় বড় শহরে এই প্রচারপত্র প্রচারিত হয়েছে বলে এতে দাবী করা হয়েছে। এই পার্টি ২২ মার্চ, ২০০০ দলের “দশটি ঘোষণা” শিরোনামে একটি দলিল প্রকাশ করেছে। এই দলিল মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবকে উর্ধে তুলে ধরেছে এবং চীনের ক্ষমতাসীন সংশোধনবাদী বিশ্বাসঘাতক হুজিনতাও-এর শাসনকে উচ্ছেদ ক’রে দ্বিতীয় সমাজতান্ত্রিক বিপ্লবের ডাক দিয়েছে। এই খবরের সঠিকতা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। অথবা পার্টিটি সম্পর্কে আর কোন তথ্যও আমাদের কাছে নেই। তবে প্রকাশিত দলিলটি মূলতঃ মাওবাদী ধারায় রচিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতিভাত হয়। এ সম্পর্কে আরো কোন খবর জানা গেলে তা আমরা পরবর্তীতে প্রকাশ করবো।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None