মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের আদর্শভিত্তিক বিপ্লবী গণসংগঠন “বিপ্লবী শ্রমিক আন্দোলন”-এর চট্টগ্রাম নগর শাখার এক কর্মীসভা ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের স্থানীয় সংগঠক রাকিব উদ্দিন। দিনব্যাপী এ সভায় দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক লক্ষ্য ও করণীয় সম্পর্কে আলোচনা হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে রাকিব উদ্দিনকে আহবায়ক, আবু সিদ্দিক ও মনা মিয়াকে সহ-আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট বিপ্লবী শ্রমিক আন্দোলনের চট্টগ্রাম নগর কমিটি গঠন করা হয়।
শোক সংবাদ মাদারীপুর জেলার আউলিয়াপুর গ্রামের কমরেড ফালান বেপারী এপ্রিল,’১০-এ রোগগ্রস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন পাইলস রোগে ভুগেছেন। এ রোগে বেশী অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ্য হবার প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে নাম কেটে হাসপাতাল থেকে বের করে দেয়। এর দুই মাস পরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল আনুমানিক ৬০ বছর। কমরেড ফালান শ্রেণীগতভাবে ভূমিহীন কৃষক ছিলেন। অভাবের তাড়নায় তিনি ১৯৯১ সালে ঢাকায় চলে আসেন এবং পেশা হিসেবে রিক্সা শ্রম করে জীবিকা অর্জন করেন। কমরেড ফালান ’৭৪ সাল থেকেই বিপ্লবী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এবং মাওবাদী বিপ্লবী রাজনীতিতে সক্রিয় হন, মাওবাদী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখেন। ’৯১-সালে তিনি সরাসরি বিপ্লবী শ্রমিক আন্দোলনে যোগ দেন। তিনি বিপ্লবী শ্রমিক আন্দোলন আগারগাও শাখা কমিটি এবং আগারগাও বস্তি উচ্ছেদ হলে মোহাম্মদপুর শাখা কমিটির সদস্য ছিলেন। তিনি এই সংগঠনের কর্মকান্ডে এবং কর্মসূচীতে সক্রিয় ছিলেন। কমরেড ফালানের বিপ্লবী রাজনীতির প্রতি ছিল দৃঢ় বিশ্বাস। ফালান এই গণবিরোধী রাষ্ট্রব্যবস্থায় স্বাস্থ্য সেবা না পেয়ে অকাল মৃত্যুবরণ করেছেন। তার শোকাহত পরিবারের প্রতি জানাই সমবেদনা এবং প্রয়াত এই কমরেডের প্রতি জানাই বিপ্লবী শ্রদ্ধা।