গত ২৬ নভেম্বর কৃষক মুক্তি সংগ্রাম টাঙ্গাইল ধনবাড়ী শাখা ধনবাড়ী বাজার সংলগ্ন এলাকায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে। সভা চলাকালে স্থানীয় আওয়ামী পান্ডারা প্রশাসনের সহায়তায় কৃষক মুক্তি সংগ্রামকে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন হিসেবে প্রচার দেয় এবং তাদের গুন্ডাবাহিনীকে লেলিয়ে দিয়ে সভা বানচাল করে ও কর্মী-জনগণের উপর চড়াও হয়। নয়া গণতান্ত্রিক গণমোর্চার আঞ্চলিক নেতৃত্ব ইলিয়াস হাবীব ও শরাফত হোসেন প্রতিবাদ করলে সন্ত্রাসী আওয়ামী গ্যাং তাদের আটকে রেখে নির্যাতন করে ও পুলিশ দিয়ে তাদের গ্রেফতার করায়। নয়াগণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় আহ্বায়ক শিবলী কাইয়ুম ও কৃষক মুক্তি সংগ্রামের সভাপতি জাফর হোসেনের হস্তক্ষেপে ধনবাড়ী পুলিশ অফিসার ঐ দিনই তাদের মুক্তি দেয়। সংগঠন দুটি আওয়ামী পান্ডাদের ও পুলিশের ন্যাক্কারজনক কর্মকান্ডের নিন্দা জানায়।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None