আওয়ামী নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর দেশব্যাপী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন, বিশেষত যুবলীগ ও ছাত্রলীগ যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারই বহিঃপ্রকাশ ঘটে গত ২৪ ডিসেম্বর,’১০ গাইবান্ধার দাড়িয়াপুর সংলগ্ন রিজিয়া মার্কেটে। কমরেড সিরাজ সিকদারের ৩৬ তম মৃত্যুবার্ষিকীতে “জাতীয় শহীদ দিবস” উপলক্ষ্যে “কৃষক মুক্তি সংগ্রাম”-এর স্থানীয় সংগঠক “শহীদ বিপ্লবী ও দেশপ্রেমিক স্মৃতি সংসদ” কর্তৃক প্রকাশিত পোস্টার সাঁটালে স্থানীয় যুবলীগের পান্ডারা সাঁটানো পোস্টার জোরপূর্বক ছেঁড়ার চেষ্টা করে। উক্ত সংগঠক তার বিরোধিতা করেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা তার উপর চড়াও হয়ে মারধোর শুরু করে। পরে স্থানীয় বাজারের বাসিন্দারা রুখে দাঁড়ালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। নয়াগণতান্ত্রিক গণমোর্চা ও কৃষক মুক্তি সংগ্রাম এই সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা জানায় এবং সাম্রাজ্যবাদ ও তাদের এদেশীয় দালাল বড় বুর্জোয়া শাসক শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানায়।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None