বাংলাদেশ প্রতিষ্ঠার পর ২ ৫বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করা হলেও চান্দিনা পৌরসভা এলাকায় পৌর ভূমিকর্তা কৃষকদের উপর কৃষি জমি ও পুকুরের উপর উচ্চহারে একসাথে ১২ বছরের খাজনা দাবী করছে। এই অন্যায়ের বিরুদ্ধে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি, কৃষক মুক্তি সংগ্রাম ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র যৌথ উদ্যোগে “চান্দিনা পৌরসভা কৃষি জমি খাজনা প্রতিরোধ সংগ্রাম কমিটি” নামে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি ০২/০৬/১০ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৬ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। তারপরে চান্দিনায় শত শত কৃষক নিয়ে কৃষক সমাবেশ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত কৃষকদের সংগ্রাম অব্যাহত রয়েছে।
-
সাম্প্রতিক লেখা
সংগ্রহ
বিষয়
-
Join 6 other subscribers
Blogroll
Top Clicks
- None